ধর্ষণকারীদের শাস্তির দাবিতে রাজ্যপালের কাছে স্মারকলিপি বামপন্থী মহিলা সংগঠন গুলির

আমাদের ভারত, কলকাতা, ৪ ডিসেম্বর: হায়দ্রাবাদে ২৬ বছরের তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণ করে নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করা এবং পশ্চিমবঙ্গের কাকদ্বীপ, পঞ্চসায়র, কালীঘাটে কিশোরী ধর্ষণ ও হেনস্থার প্রতিবাদে, অনশনরত পার্শ্ব শিক্ষকদের দাবি-দাওয়া অবিলম্বে মীমাংসার লক্ষ্যে বুধবার রাজভবনে রাজ্যপালের কাছে স্মারকলিপি পেশ করল বামপন্থী মহিলা সংগঠনগুলির সমন্বয় কমিটি। কনিনীকা ঘোষের নেতৃত্বে এই প্রতিনিধিদলের সদস্যরা রাজ্যপালের সঙ্গে দেখা করে অবিলম্বে উদ্যোগী প্রয়াস গ্রহণের আবেদন জানান।

গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা কনিনীকা ঘোষ বলেন, টানা ১৮ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন পার্শ্বশিক্ষকরা, কিন্তু রাজ্য সরকার অনশনকারীদের সঙ্গে আলোচনায় বসছে না। অবিলম্বে সরকার উদ্যোগী না হলে আগামী ১০ ডিসেম্বর অনশনকারীদের সঙ্গে তারাও অনশনে বসবেন বলে জানালেন কনিনীকা।

গোটা দেশে মহিলাদের নিরাপত্তা তলানিতে এসে ঠেকেছে বলে এদিন রাজ্যপালের কাছে নালিশ জানিয়েছেন বামপন্থী মহিলা সংগঠনগুলির সদস্যরা। সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপাল বিষয়গুলি দেখবেন তেমনটাই আশ্বাস দিয়েছেন বলে তাঁরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *