কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২ এপ্রিল: ঘাটাল ব্লাড ব্যাংকে রক্ত সংকটের মোকাবিলায় এগিয়ে এল রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন ঘাটলমহকুমা শাখা। দেশজুড়ে চলছে লকডাউন। তাঁর মধ্যেই করোনার ভয়াবহ পরিস্থিতিতে রক্ত দিতে এগিয়ে এলেন এই সংস্থা। বৃহস্পতিবার এই রক্তদান শিবির হয় দাসপুর থানার বেলেঘাটা প্রাথমিক স্কুলে। এই সংস্থার সভাপতি প্রফুল্লবেরা ও সম্পাদক অরুন খাঁড়া বলেন, এই সময় রক্তের সংকট, তাই করোনা সংক্রমণ এড়াতে নিরাপদ দূরত্ব রেখেই আজকের এই রক্তদান শিবির অায়োজন করেছি। ২৩ জন রক্ত দান করেছেন।