পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ জুলাই: ১৯৯৯ সালের মে মাসে পাকিস্তানের হানাদার বাহিনী দখল করেছিল ভারতের সীমান্তবর্তী এলাকা কার্গিল, লে সহ অন্যান্য এলাকা। শতাধিক প্রাণের বিনিময়ে দীর্ঘ দুই মাস ধরে লড়াই করে ভারতীয় সেনাবাহিনী পুনরুদ্ধার করে ওইসব এলাকা, যা কার্গিল যুদ্ধ নামে পরিচিত। কার্গিল যুদ্ধের ২৫ বছর উপলক্ষে ভারতমাতার সেই বীর শহিদদের স্মরণে ভারতীয় যুব মোর্চার এবং মহিলা মোর্চার মেদিনীপুর সাংগঠনিক জেলার পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় শহরের বটতলা চক এলাকায় দেশমাতৃকার আরেক সন্তান স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তির পাদদেশে। যুব মোর্চার এবং মহিলা মোর্চার সদস্য ও সদস্যারা শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে এবং মোমবাতি ও মশাল জ্বালিয়ে নিরবতা পালন করে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুব মোর্চার সভাপতি আশীর্বাদ ভৌমিক, মহিলা মোর্চার সভানেত্রী পারিজাত সেনগুপ্ত, মন্ডল সভাপতি দেবাশীষ দাস, শক্তিকেন্দ্র প্রমুখ অঞ্জন দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক বক্তাই এখন এবং আগামী প্রজন্মের উদ্যেশ্যে বলেন যে, দেশের প্রতিটি মানুষ যেন এই এই বীর শহিদদের শ্রদ্ধা নিবেদন করেন, দেশের প্রতিটি সন্তান যেন জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে বিদেশি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে সামিল হতে পারে।