পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ জুলাই: পশ্চিম মেদিনীপুরের শালবনি ফডার ফার্ম আজ পরিদর্শন করলেন সাংসদ জুন মালিয়া। সেই সঙ্গেই তিনি এফএসবিএস কেন্দ্রটিও পরিদর্শন করেছেন।
তিনি জানান, এখানে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক স্বয়ংচালিত পোল্ট্রি হ্যাচারি নির্মিত হচ্ছে। এটি প্রায় তিন লক্ষ মুরগি ধারণ ক্ষমতা সম্পন্ন একটি প্রকল্প। এই প্রকল্পে প্রত্যেক দিন ২ লক্ষ ৭৫ হাজারের বেশি মুরগির ডিম উৎপাদিত হবে। প্রকল্প পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ এবং প্রাণি সম্পদ দপ্তরের আধিকারিক সন্দীপ সিংহ প্রমুখ। একই সাথে বন মহোৎসব উপলক্ষ্যে বৃক্ষরোপণ করেন সাংসদ, আগামী দিনে এই ফার্মে আরো প্রকল্প গ্রহণ বিষয়ে আলোচনা করেন তিনি আশ্বাস দিয়েছেন।
পাশাপাশি আজ শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শালবনি স্টেডিয়াম সংলগ্ন মাঠে নবনির্বাচিত দুই সাংসদ জুন মালিয়া এবং কালিপদ সোরেনকে সংবর্ধনা প্রদান করা হয়। সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি প্রসাদ মাহাতো, পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।