শঙ্করপুর, তাজপুর, মন্দারমণিতে পর্যটন বিকাশের লক্ষ্যে বৈঠক হোটেল মালিকদের সঙ্গে

আমাদের ভারত, দিঘা, ১২ ডিসেম্বর: দীঘায় বাণিজ্য সম্মেলনের মাঝেই আজ সকালে দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি এলাকার পর্যটনের বিকাশে হোটেল মালিকদের নিয়ে জরুরী মিটিং করলেন পর্যটন দপ্তরের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী ও ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভলপমেন্ট কর্পোরেশনের এমডি কৌশিক ভট্টাচার্য।

কী কী করলে দীঘার পাশাপাশি সমুদ্র শহরগুলোর পর্যটনের আরও বিকাশ সম্ভব সে বিষয়ে হোটেল মালিকদের মতামত জানতে চান পর্যটন দফতরের আধিকারিকরা। হোটেল মালিকরা বেশ কিছু প্রস্তাব দেন। তাঁদের পক্ষ থেকে উঠে আসা প্রস্তাবের দ্রুত সমাধানের ও বাস্তবায়নের আশ্বাস দেন পর্যটন দপ্তরের আধিকারিকরা।
এই মিটিংয়ের পর পর্যটন দপ্তরের আধিকারিকরা আবার পর্যটন বিকাশে বিনিয়োগ করতে আগ্রহী শিল্পপতিদের সঙ্গে মিটিংয়ে বসেন।

মিটিংয়ে উপস্থিত ছিলেন দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক সুজন দত্ত। দীঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নবনির্মিত অফিস জাহাজ বাড়িতে এই মিটিং হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *