আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৪ ডিসেম্বর: পূর্ব মেদিনীপুর জেলার এগরা মহকুমার বারচৌকা বেসিন এলাকার স্থায়ী বন্যা প্রতিরোধের দাবিতে আন্দোলনকে শক্তিশালী করতে পটাশপুর-১ ব্লকের বনমালীচক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে “বারচৌকা বেসিন সংস্কার গণ সংগ্রাম কমিটি”র উদ্যোগে আজ বিকালে ভুক্তভোগীদের এক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কমিটির সভাপতি গয়া প্রসাদ মাইতি।
বক্তব্য রাখেন পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙ্গন প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, সূর্যেন্দু বিকাশ পাত্র, বাসুদেব বর্মন। এছাড়াও সভায় বক্তব্য রাখেন কমিটির সভাপতি উৎপল প্রধান। সভা থেকে উপরোক্ত দাবিতে আন্দোলনের বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়।