কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ মার্চ: ঘাটাল পৌরসভায় করোনা ভাইরাস সংক্রান্ত পরিস্থিতি নিয়ে মিটিং করলেন জেলা শাসক রেশমি কোমল ও জেলা পুলিশ সুপার দীনেশ কুমার। সোমবার সকালে ঘাটাল পৌরসভার বিদ্যাসাগর হলে করোনা মোকাবিলায় কী কী করনীয় এবং এলাকার পরিস্থিতি যাতে ঠিক রাখা যায় তা নিয়ে বৈঠক হয়।
জেলাশাসক বলেন, যেকোনো পরিস্থিতির মোকাবিলা করতে হবে। মার্কেট যাতে সচল থাকে, দাম ঠিক থাকে তার দিকে নজর রাখতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে, অযথা প্যানিক করা যাবে না। নিজেদেরকেই সচেতন হতে হবে। জেলা শাসক বলেন, ঘাটালে সুফল বাংলার স্টল করা হচ্ছে। অামরা বাজারগুলোও ঘুরে দেখছি সবাই নিয়ম মানছে কিনা, বেশী দাম নিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ঘাটাল কলেজের কোয়ারেন্টিন সেন্টারের খাওয়ানোর দায়িত্ব ঘাটাল পুরসভা করবে বলে জানান।
পুলিশ সুপার দীনেশ কুমার জানান, অন্যজেলা বা রাজ্য থেকে অাসা শ্রমিকরা মুভমেন্ট করবে না, তাদের খাওয়ানোর ব্যবস্থা করবে টিম লিডার, তাদের দৈনিক মজুরিও সংস্থা থেকে করে দেওয়া হবে।