ঋণ আদায় করতে গিয়ে বিক্ষোভের মুখে ব্যাঙ্ক কর্মীরা

আমাদের ভারত, রামপুরহাট, ৩০ মার্চ: স্বনির্ভরগোষ্ঠীর মহিলাদের কাছে থেকে ঋণের টাকা আদায় করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন একটি বেসরকারি ব্যাঙ্ক। পরে এলাকার কাউন্সিলরের মধ্যস্থতায় ছাড়া পান ব্যাঙ্ক কর্মীরা। ঘটনাটি ঘটেছে, রামপুরহাট পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এলাকায়। জানা গিয়েছে, ওই পাড়ার বেশ কয়েকটি স্বনির্ভরগোষ্ঠীর মহিলারা রামপুরহাটের একটি ক্ষুদ্র অর্থলগ্নি সংস্থার কাছ থেকে ঋণ নেয়। সেই টাকা সহজ কিস্তিতে পরিশোধ করার কথা। সেই কিস্তির টাকা আদায় করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ল অর্থ লগ্নি সংস্থার কর্মী। খবর পেয়ে ব্যাঙ্কের আধিকারিক সুরজিত চৌধুরী গেলে তাকেও ঘিরে বিক্ষোভ দেখান কর্মীরা।

জানা স্মল ফাইনান্স ব্যাঙ্কের কর্মী জয়দেব ঘোষ বলেন,
“ব্যাঙ্কের নির্দেশে টাকা আদায় করতে বেড়িয়েছিলাম। কিন্তু তাঁরা টাকা দিতে অস্বীকার করেন। উল্টে আমাকে ঘেরাও করে রাখেন”। জনলক্ষ্মী স্বনির্ভরগোষ্ঠীর নয়িমা খাতুন, চায়না বিবিরা বলেন, “লকডাউনের পর থেকে আমরা কর্মহীন। স্বামীদেরও কোনও কাজ নেই। পরিবারে আর্থিক অনটন চলছে। এই সময়ে কিস্তির টাকা পরিশোধ করব না পেটে খাব? আমাদের সময় দেওয়া হোক। এই অনুরোধ করলেও সেটা মানতে রাজি হননি ওই কর্মীরা। তিনি কিস্তির টাকা নেবেন তবেই যাবেন বলে হুমকি দেন”। এরপরেই ওই কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ঋণগ্রহীতারা। তারা বিষয়টি এলাকার কাউন্সিলর শেখ জামালউদ্দিন ওরফে অমলকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অর্থলগ্নিকারী সংস্থার উর্দ্ধতন আধিকারিকরা। অমল বলেন, “দেশের অর্থমন্ত্রী ও রিজার্ভ ব্যাঙ্ক ঘোষণা করেছেন লকডাউন চলার কারণে আগামী তিনমাস ঋণ আদায়ে চাপ দিতে পারবে না কোনও অর্থলগ্নি সংস্থা। তারপরেও গ্রুপের সদস্যদের জমায়েত করে ঋণের কিস্তির টাকা আদায় করতে এসে সরকারি লকডাউনের নিয়ম লঙ্ঘন করেছেন। অবশ্য চাপে পরে ঋণ না নিয়েই ফিরে যান ব্যাঙ্কের কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *