এবার মানস ভুঁইয়ার তালুক সবংয়ে শুভেন্দুর সভা

আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ ডিসেম্বর: উচ্ছেদ অভিযানে উত্তপ্ত মানস ভুঁইয়ার খাস তালুক সবংয়ের তেমাথানি বাজারে ৬ জানুয়ারি সভা করবেন শুভেন্দু অধিকারী। সবং বিধানসভার উপনির্বাচনে তৃণমূলে নেতৃত্ব দিয়েছিলেন শুভেন্দুবাবু। তারপর ওই এলাকায় তিনি আর কোনও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেননি। সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়ার পর ৬ জানুয়ারি সেখানে তিনি প্রথম সভা করবেন। তেমাথানি বাজারে উচ্ছেদ নিয়ে কয়েকদিন ধরেই সেখানকার ব্যবসায়ীরা অভিযোগে সরব হয়েছেন। তারা উপযুক্ত পুনর্বাসনের দাবি জানিয়ে আসছেন। এই পরিস্থিতিতে উপযুক্ত পুনর্বাসন নিয়ে রাজ্যসভার সাংসদ মানস ভুঁইঞা ব্যবসায়ীদের আশ্বাস দিলেও বিজেপি জমি ছাড়তে রাজি নয়। এজন্য তেমাথানি বাজারেই শুভেন্দু অধিকারীকে রেখে সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অন্তরা ভট্টাচার্য জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ অভিযান চালিয়ে ব্যবসায়ীদের পথে বসানো হয়েছে। তবে মানস ভুঁইয়া জানিয়েছেন, বিজেপির অভিযোগ ঠিক নয়।

তেমাথানি- পটাশপুর রাস্তা সম্প্রসারণের জন্য যে সমস্ত ব্যবসায়ীরা উচ্ছেদ হয়েছেন তাদের মধ্যে পটাশপুরের ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়া হয়েছে। তেমাথানিতেও ব্যবসায়ীদের উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। সবংয়ে শুভেন্দুকে এনে এই জনসভা করার পিছনে বিজেপির বড় পরিকল্পনা রয়েছে বলে জেলার রাজনৈতিক মহল মনে করছে। শুভেন্দুর সঙ্গে বিজেপিতে যোগ দেওয়া পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অমূল্য মাইতি এই সবং এলাকারই প্রতিনিধি। মানস ভুঁইঞার সঙ্গে তার রাজনৈতিক সংঘাত বহুদিনের। এ জন্যই সতেরো সালের বিধানসভার উপনির্বাচনে শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দেওয়া হয়েছিল মানস ভুঁইঞার স্ত্রী গীতা ভু্ঁইঞাকে জেতানোর।

সেই শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ৬ জানুয়ারির জনসভায় তৃণমূলের বহু কর্মী নেতা, পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্য ও কর্মাধ্যক্ষ বিজেপিতে যোগ দেবেন বলে অমূল্য মাইতি দাবি করেছেন। মানস ভুঁইঞা জানিয়েছেন, সবংয়ে কিছু লোক আছে যারা আদি তৃণমূল হিসেবে নিজেদের দাবি করে থাকেন এবং শুভেন্দু অধিকারীর ছবি লাগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *