“মীরাবাইয়ের জীবন বিশুদ্ধ ভক্তি ও বিশ্বাসের এক অনন্য উদাহরণ,” শ্রদ্ধা মোদীর

আমাদের ভারত, ২৩ নভেম্বর: মীরাবাইয়ের ৫২৫তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “সাধ্বী মীরাবাইয়ের জীবন বিশুদ্ধ ভক্তি ও বিশ্বাসের এক অনন্য উদাহরণ। ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা তাঁর স্তব এবং মন্ত্রগুলি আজও আমাদের সকলের হৃদয়কে শ্রদ্ধায় পূর্ণ করে। তাঁর ৫২৫তম জন্মবার্ষিকীতে মথুরায় ‘সাধ্বী মীরাবাই জন্মোৎসব’ আয়োজিত হচ্ছে। আজ বিকেল সাড়ে ৪টার দিকে আমিও এ সংক্রান্ত কর্মসূচিতে অংশ নেওয়ার সৌভাগ্য করব।”

প্রসঙ্গত, মীরাবাঈ (১৪৯৮-১৫৪৬) রাজস্থান 
অঞ্চলের অধিবাসী ছিলেন। ছিলেন অভিজাতবংশীয় হিন্দু অতিন্দ্রীয়বাদী সংগীতশিল্পী কৃষ্ণ-ভক্ত। তিনি বৈষ্ণব ভক্তি আন্দোলনের সন্ত ধারার প্রধান ব্যক্তিত্বদের অন্যতম। মনে করা হয়, তিনি বারোশো থেকে তেরোশো ভজন রচনা করেছিলেন। এই গানগুলি সারা ভারতে জনপ্রিয়তা লাভ করে। ভক্তিবাদী ধারায় রচিত এই গানগুলির মাধ্যমে তিনি শ্রীকৃষ্ণের প্রতি তাঁর প্রেম ব্যক্ত করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *