পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ সেপ্টেম্বর: মেদিনীপুর কলেজ (স্বশাসিত) বর্তমানে দেশের শিক্ষা মানচিত্রে এক বিশেষ জায়গা অধিকার করার পাশাপাশি এক গৌরবোজ্জ্বল অতীতেরও পতাকা বহন করে চলেছে। তার সার্ধশতবর্ষব্যাপী পথ চলার ইতিহাসে কলেজ সঙ্গে পেয়েছে বহু কৃতি শিক্ষক ও শিক্ষাকর্মীকে। যাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া মেদিনীপুর কলেজ আজ দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠতে পারত না। আর তাই সেইসব প্রাক্তন বিশিষ্ট শিক্ষক ও শিক্ষাকর্মীদের সম্মান জানাতে আজ কলেজে আয়োজিত হলো এক ব্যতিক্রমী অনুষ্ঠান “ফিরে দেখা”। কলেজের বিবেকানন্দ সভাগৃহে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কলেজের ডাকে সাড়া দিয়ে অংশ নেন দুই প্রাক্তন অধ্যক্ষ সহ আশি জন শিক্ষক ও শিক্ষাকর্মী।
কলেজের অধ্যক্ষ ডঃ গোপাল চন্দ্র বেরা জানান, এই কলেজ যেমন বর্তমান শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের তেমনই এই কলেজ প্রাক্তন শিক্ষক ও শিক্ষাকর্মীদের। আর তাই, তাদের সঙ্গে যোগাযোগ আরো নিবিড় করার জন্য এই উদ্যোগ। তিনি জানান যে, প্রতি বছর শিক্ষক দিবসের পরের প্রথম শনিবারে এই “ফিরে দেখা” অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। তিনি এও জানান যে, প্রাক্তন শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে যারা নিয়মিত প্রাক্তন শিক্ষক ও শিক্ষাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখবে ও তাদের নানান সুবিধে অসুবিধেয় সঙ্গে থাকবে।
এই কাজে কলেজ পাশে পেয়েছে কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের পরিষদ ‘প্রাক্তনী’কে। ‘প্রাক্তনী’র সেক্রেটারি কুণাল ব্যানার্জি কলেজের এই উদ্যোগকে স্বাগত জানান এবং এই উদ্যোগে ‘প্রাক্তনী’র সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার করেন। পুরনো সহকর্মী ও শিক্ষকদের কাছে পেয়ে কলেজের বর্তমান শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীরা আজ দৃশ্যতই ছিল আপ্লুত। এমন ব্যাতিক্রমী দিনকে রঙিন করে তুলতে কলেজের সাংস্কৃতিক বিভাগের ছাত্রছাত্রীদের এবং প্রাক্তনীদের তরফ থেকে আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের। মিলনের সুরে আজ মুখরিত ছিল কলেজ প্রাঙ্গণ।
আয়োজকদের ধন্যবাদ এই ধরণের অনুষ্ঠানের আয়োজনের জন্য ।
মেদিনীপুর কলেজের উদ্যোগকে ধন্যবাদ জানায় ।
সকলকে ধন্যবাদ এই ধরণের অনুষ্ঠানের আয়োজনের জন্য |
উদ্যোগটা খুবই ভালো । এর জন্য আয়োজকদের ধন্যবাদ ।
প্রশংসনীয় উদ্যোগ ।
প্রাক্তন শিক্ষকদের মনে রাখার জন্য ধন্যবাদ উদ্যোক্তাদের ।
ভালো উদ্যোগ ।