লকডাউন না মানলে, শীঘ্রই কেন্দ্রের নির্দেশ মেনে কারফিউ জারির পথে হাঁটতে পারে রাজ্য সরকার

আমাদের ভারত,২৪ মার্চ:লকডাউন না মানলে রাজ্যে খুব তাড়াতাড়ি জারি হতে পারে কারফিউ। যেখানে প্রয়োজন সেখানেই প কারফিউ জারি করা হতে পারে। এমনটাই খবর নবান্ন সূত্রে। মানুষ লকডাউন না মানলে কারফিউ জারি করার পরামর্শ দিয়েছে কেন্দ্র।

জানা গেছে লকডাউনের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক হবে নবান্নে। মুখ্য সচিবের সঙ্গে জেলা শাসকদের ভিডিও কনফারেন্স হবে। এই ভিডিও কনফারেন্সে উপস্থিত থাকবেন পুলিশ আধিকারিকরাও। বিভিন্ন এলাকার লকডাউন পরিস্থিতি নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। আর তারপরই রাজ্যে কারফিউ জারি করা প্রয়োজন কতটা তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার বিকেল পাঁচটা থেকে লকডাউন শুরু হয়েছে রাজ্যে। করনা সংক্রমণ আটকাতে সোশ্যাল ডিসটেন্সের উপর জোর দিয়েছে সরকার। সেই কারণেই লকডাউনের সিদ্ধান্ত।মানুষকে রাস্তায় বেরোতে জমায়েত করতে নিষেধ করা হয়েছে। কিন্তু তা সত্বেও কাল বিকেলে, আজ সকাল থেকে একাধিক জায়গায় দেখা গেছে মানুষ এই পরিস্থিতির গুরুত্ব বোঝেনি। একেবারে নির্দ্বিধায় বেরিয়েছে রাস্তাঘাটে।

তবে সব জায়গাতেই সেই পরিস্থিতি কড়া হাতে মোকাবিলা করেছে পুলিশ। এমনকি বেশ কিছু জায়গায় লাঠিচার্জ করেছে পুলিশ। গতকাল রাতে শুধুমাত্র কলকাতাতেই ২৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাই এরপরেও যদি পরিস্থিতি সামাল দেওয়া না যায় তাহলে খুব শীঘ্রই কেন্দ্রের নির্দেশ মেনে কারফিউ জারির পথে হাঁটতে পারে রাজ্য সরকার বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *