নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৫ নভেম্বর: অমিত শাহ ৩ দিনের সফরে রাজ্যে এসেছেন। গতকাল তিনি রাজ্যের মাটিতে পা রাখার আগে থেকেই মতুয়াদের নিয়েপ হঠাৎ রাজনীতি মাথাচাড়া দিয়েছে– বিরোধীরা তো বটেই শাসক দলও বলছে মতুয়াদের নিয়ে নাটক করছে বিজেপি। কিন্তু বিজেপির পক্ষ থেকে মতুয়াদের নিয়ে এখন পর্যন্ত এমন কোনো ঘোষিত কর্মসূচি নেই। শুধু একটাই কর্মসূচি আছে রাজারহাটে তিনি এক মতুয়া ভক্তের বাড়িতে আহার করবেন।
গতকাল এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই মতুয়াদের নিয়ে যথারীতি হইচই শুরু হয়ে গেছে, কে কত বেশি মতুয়াদের জন্য কাজ করেছে তা জাহির করা শুরু হয়েছে। গতকালই মুখ্যমন্ত্রী মতুয়া সম্প্রদায়ের উন্নয়নের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করেছেন। আজ আবার ফিরহাদ হাকিম মতুয়াদের নিয়ে অমিত শাহ কে একহাত নিলেন।
আজ ফিরহাদ বলেন, মোদী নয়, মতুয়ারা মমতা বন্দোপাধ্যায়কে ফের বাংলায় চাইছেন। বৃহস্পতিবার কলকাতায় এই কথা বলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মতুয়া সম্প্রদায়ের মানুষের জন্য করেছেন। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী ঠাকুরনগরের মতুয়াদের ধাম সংস্কার করেছেন। মতুয়াদের উন্নয়নের লক্ষ্যে বোর্ড তৈরি করেছেন। এমনকি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় তৈরি করছেন। মতুয়াদের নিয়ে এত কাজ আগে কোনও সরকার করেনি। তাই রাজ্যের মতুয়া সম্প্রদায়ের মানুষ আবার মমতা বন্দ্যোপাধ্যায় কে চাইবেন বলে মনে করেন ফিরহাদ হাকিম।
ফিরহাদের অভিযোগ, মতুয়াদের নিয়ে অমিত শাহ নতুন করে নাটক বাংলায় শুরু করেছেন। হঠাৎ করে এসে মতুয়া সম্প্রদায়কে নিয়ে নাটক করে বাংলায় কোনও লাভ হবে না বলেও জানিয়েছেন ফিরহাদ হাকিম। এরপরই স্বরাষ্ট্রমন্ত্রীকে ফিরহাদ হাকিম এর পরামর্শ আগে উত্তরপ্রদেশে দলিতদের রক্ষা করুন। তারপর বাংলার আদিবাসী মতুয়াদের কথা আপনি ভাববেন। বাংলার মানুষ বিজেপির এই নাটক বুঝে গিয়েছেন।