শুভেন্দুর গড় নন্দীগ্রামে তৃণমূলে বড়সড় ভাঙন, পঞ্চায়েত প্রধান ৫০০ জন যোগ দিলেন বিজেপিতে

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা
শুভেন্দু অধিকারীর ভরসায় না থেকে নন্দীগ্রামে আত্মনির্ভরের পথে হাঁটল বিজেপি। পরিবহণমন্ত্রীর গড়ে রাজ্যের শাসকদলে ভাঙন ধরালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার কলকাতায় হেস্টিংসের দলীয় অফিসে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বয়াল গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান পবিত্র কর সহ প্রায় পাঁচ শতাধিক বিভিন্ন ব্লকের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। এছাড়া নন্দীগ্রাম ১ ও ২ নম্বর ব্লকের ১৭ টি পঞ্চায়েতের ঘাসফুলের বেশকিছু নেতা তাদের সাথে বিজেপিতে যোগদান করলেন।

নন্দীগ্রাম রাজ্যের শাসক দল তথা রাজ্যের পরিবহনমন্ত্রীর দুর্গ বলা চলে। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যত নিয়ে বর্তমান সময়ে জল্পনা চলছে। এই অবস্থায় রাজ্যের শাসকদলের মধ্যে অন্তর্দ্বন্দ্বকে সুকৌশলে কাজে লাগালো বিজেপি। এ ব্যাপারে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া পূর্ব মেদিনীপুর জেলা থেকে বিজেপিতে যোগদান করার জন্য অনেকেই ইচ্ছে প্রকাশ করেছেন। যারাই বিজেপিতে যোগদান করতে চেয়ে আবেদন করবেন সবকিছু দেখে নিয়ে আমরা দলে যোগদান করাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *