blood donation, Kotulpur, কোতুলপুর পুলিশের উদ্যোগে রক্তদান শিবিরে ব্যাপক সাড়া, ১১৯ জনের রক্তদান

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৭ জুন: বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে কোতুলপুর থানার ব্যবস্থাপনায় “উৎসর্গ” প্রকল্পে আয়োজিত রক্তদান শিবিরে ব্যাপক সাড়া মেলে। কোতুলপুর থানা চত্বরে আয়োজিত সেই শিবিরে রক্ত দান করার জন্য রীতিমতো লাইন পড়ে যায়। রক্তদানের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে পুলিশ কর্মীরা। এদিন পুলিশ কর্মী- সহ মোট ১১৯ জন রক্তদান করেন।

এই শিবিরে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার(গ্রামীণ) মাকসুদ হাসান, বিষ্ণুপুর মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রকাশ দাস, সার্কেল ইনস্পেক্টর আস্তিক মুখার্জি, কোতুলপুর সমষ্টি উন্নয়ন অধিকারিক দেবরাজ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রচণ্ড গ্রীষ্মের কারণে ব্লাড ব্যাঙ্কে চরম রক্ত সংকট। সংবাদ মাধ্যমে এই খবর নজরে আসতেই উদ্যোগী হয় বিষ্ণুপুর পুলিশ প্রশাসন। বিষ্ণুপুর মহকুমার অধীনস্থ সমস্ত থানায় রক্তদাতা শিবির সংগঠিত করার পরামর্শ দেওয়া হয়। ইতিমধ্যেই পাত্রসায়র থানার পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পুলিশ আয়োজিত রক্তদান শিবিরগুলিতে সংগৃহিত রক্তে চাহিদা অনেকটাই পূরণ করা যাবে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সন্তোষ প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *