আমাদের ভারত, হুগলী, ২ ফেব্রুয়ারি: গণ বিবাহ অনুষ্ঠিত হল হরিপালের নন্দ কুঠি এলাকায়। ১০৮ জোড়া যুবক যুবতী নতুন জীবনে পদার্পণ করলেন এই গণ বিবাহ অনুষ্ঠান থেকে। ১৯ বছর ধরে এখনো পর্যন্ত ১৬০০ বিবাহ সম্পন্ন করেছে লায়ন্স হেস্টিংস গ্রামীন সেবা কেন্দ্রে।
গণ বিবাহ উপলক্ষে উৎসবে পরিণত হয়েছে নন্দ কুঠি এলাকা। রাজনৈতিক নেতা থেকে হেভিওয়েট নেত্রী আমন্ত্রিত ছিলেন এই গণ বিবাহ অনুষ্ঠানে। অনুষ্ঠানে হাজির হন বিধায়ক নয়না দাস। তিনি বলেন, মেয়েরা ফেনলা নয়। এরা যে কাজ করছেন এর থেকে সেবার কাজ আর কিছু হতে পারে না। মুখ্যমন্ত্রী রূপশ্রী প্রকল্প করে মেয়েদের মান বাড়িয়েছেন।