আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৬ মার্চ: নোবেল করোনা ভাইরাস রুখতে ও মানুষকে সচেতন করতে উচ্চমাধ্যামিক পরীক্ষার্থীদের হাতে মাক্স তুলে দিলেন উত্তর ২৪ পরগনার গোপালনগর হরিপদ ইনষ্টিটিউশন। সোমবার স্কুলের শিক্ষকরা প্রায় তিনশো মাক্স বিতরণ করেন। শুধু পরীক্ষার্থীরাই না পুলিশ, সিভিক ভলান্টিয়ার সহ শিক্ষক শিক্ষিকাদের এই মাক্স দেওয়া হয়। বিশ্ব মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাস রুখতে ও মানুষকে সচেতন করতে স্কুলের এই উদ্যোগ বলে জানালেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
এদিন সকালে উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগেই তাঁদের মুখে মাক্স পরিয়ে দিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। গোপালনগর হরিপদ ইনষ্টিটিউশনে পরীক্ষা দিচ্ছে ব্যারাকপুর হাইস্কুল, সাতবেড়িয়া হাইস্কুল, বৈরামপুর হাইস্কুল, অম্বিকাপুর হাইস্কুল ও ব্যাচপুর হাইস্কুলের ছাত্র ছাত্রীরা। পাঁচটি স্কুলের মোট পরীক্ষার্থী ছিল ২১৬ জন। এছাড়া পুলিশ, শিক্ষক সহ সকলকেই মাক্স দেওয়া হয়। পরীক্ষার্থী মধুচন্দ্রা সিকদার বলেন, এদিন পরীক্ষা রুমে ঢোকার আগেই সকল ছাত্র ছাত্রীর হাতে মাক্স তুলে দেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এবং সচেতনতার বার্তা দেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রতাপচন্দ্র রায় বলেন, স্কুলের ফান্ড ও শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে সাহায্য নিয়ে এই মাক্স বিতরণ করা হয়েছে। তিনি বলেন, ইতি মধ্যে চিকিৎসকরা ঘোষণা করেছেন জমায়েত এড়িয়ে চলতে। এই স্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে। বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে। সকল ছাত্রছাত্রীদের সচেতন করতেই এই উদ্যোগ।