আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ মার্চ: করোনা সচেতনতা প্রচারে জেলা স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি শালবনী ব্লক প্রশাসন ও শালবনী ব্লক স্বাস্থ্য আধিকারিক সেখানকার জঙ্গল লাগোয়া লোধা অধ্যুষিত গ্রামগুলিতে গিয়ে সতর্কতাঃ মূলক শিবিরের আয়োজন করে। এদিনের এই শিবির থেকে বার বার পরিষ্কার করে হাত ধোয়া ও মাক্স ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। লোধা শবর অধ্যুষিত এলাকাগুলোতে যেখানে যেখানে স্কুল ও হরি মন্দির রয়েছে এবং যে সমস্ত জায়গায় অধিক মানুষের সমাগম হয় সেই সমস্ত জায়গা গুলিকে বেছে নিয়ে করোনা সতর্কতামূলক পোস্টার লাগানো হয়। বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের করোনা সম্পর্কে বোঝানো হয়।
স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা বলেন, একমাত্র মহিলারাই পারেন এই ধরনের নানারকম রোগ জ্বালা থেকে সচেতনতা গড়ে তুলতে। সচেতনতা গড়ে তুলতে পারলে এই ধরনের ভাইরাস এড়িয়ে চলা সম্ভব।
শালবনি ব্লকের বিডিও সঞ্জয় মালাকার জানিয়েছেন, পূর্ণা পানি ও তার পাশাপাশি গ্রামগুলির বাসিন্দাদের করোনা ভাইরাস সংক্রান্ত নানা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।