আমাদের ভারত,২১ মার্চ:করোনা ভাইরাস সংক্রমণ ভারত এখনও স্টেজ টুতে রয়েছে। তবে গোটা দেশ চূড়ান্ত আতঙ্কের কবলে। স্টেজ থ্রিতে কমিউনিটি ট্রান্সমিশন আটকাতে লড়াই চালাচ্ছে ভারত। চীন, ইতালি ইরানের মত সংক্রমণ আটকাতে তৎপর ভারত সরকার। কিন্তু এই পরিস্থিতিতে প্রকাশ্যে এল বক্সার চ্যাম্পিয়ন তথা রাজ্যসভার সাংসদ মেরি কমও মানেন নি কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ। কিন্তু সেই প্রটোকল তিনি ভেঙেছেন।
বিদেশ থেকে ফিরে তার ১৪ দিন কোয়ারান্টিনে থাকার কথা। ভয়াবহ সংক্রমিত দেশ থেকে ভারতে এলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশ দিয়েছে সেই ব্যক্তিকে থাকতে হবে ১৪ দিন কোয়ারান্টিনে। তা মানেননি মেরি কম বলে অভিযোগ। মেরি কম এশিয়া ওশিয়ানিয়া অলিম্পিক কোয়ালিফায়ারে গিয়েছিলেন আম্মান জর্ডান। গত ১৩ মার্চ থেকে তার স্বেচ্ছা কোয়ারান্টিনে থাকার কথা।
টুর্নামেন্টের আগে মেরি গোটা বক্সিং দলের সঙ্গে ইতালিতে ছিলেন ট্রেনিংয়ের জন্য। প্রায় এক সপ্তাহ সেখানে ছিলেন তারা। গত ২৮ শে ফেব্রুয়ারি তারা আম্মানে গিয়েছিলেন। এরপর গত ১৮ মার্চ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উত্তরপ্রদেশের রাজস্থানের সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট করেন ও বৈঠক করেন। রাষ্ট্রপতি তরফেই টুইটারে সেদিন বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়েছিল।সেখানেই দেখা গেছে অন্য সাংসদদের সঙ্গে রয়েছেন মেরিকম। যেদিন মেরিকম রাষ্ট্রপতি ভবনে ব্রেকফাস্টে বৈঠকে যান সেদিনই সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দুশমন্ত সিং। তিনি আবার আগের দিন করোনা আক্রান্ত বলিউড গায়িকা কনিকা কাপুরের সঙ্গে পার্টিতে যোগ দিয়েছিলেন।
President Kovind hosted Members of Parliament from Uttar Pradesh and Rajasthan for breakfast at Rashtrapati Bhavan this morning. pic.twitter.com/Rou6GLrSHH
— President of India (@rashtrapatibhvn) March 18, 2020
বক্সিং কোচ যদিও বা জানিয়েছেন জর্ডানে যাওয়া সমস্ত খেলোয়াড়কে ১৪ দিনের অবশ্যপালনীয় হোম কোয়ারেন্টাইনের আন্ডারে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু কেন মেরি কম সেই নির্দেশ অমান্য করলেন তার নিয়ে উঠেছে প্রশ্ন।