পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১১ আগস্ট: ভারতের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার অন্যতম যোদ্ধা শহিদ ক্ষুদিরাম বসু’র ১১৭ তম আত্মোৎসর্গ দিবস উদযাপন উপলক্ষে আজ সকালে পূর্ব মেদিনীপুর জেলার গেটওয়ে মেচেদা স্টেশনের ক্ষুদিরামের মর্মর মূর্তির পাদদেশে মেচেদা কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শহিদ ক্ষুদিরাম ও স্বাধীনতা আন্দোলনের আপষহীন ধারা সম্পর্কে অঙ্কন প্রতিযোগিতা ও ফুলেশ্বর সঞ্জীবনী হাসপাতালের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদাতাদের ক্ষুদিরামের স্মারক উপহার দেওয়া হয়। মোট ৯ জন মহিলা সহ ৩৫ জন রক্তদাতা রক্তদান করেছেন বলে অ্যাসোসিয়েশনের সম্পাদক ডাঃ কালি শঙ্কর পাত্র জানান।
বিকেলে ক্ষুদিরামের প্রতিকৃতি সহ এক প্যারেড সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা মেচেদা শহর পরিক্রমা করে। শোভাযাত্রায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ বিশ্বনাথ পড়িয়া, আশুতোষ মুখার্জি, ডাঃ জয়দেব ঘড়া, নারায়ণ চন্দ্র নায়ক প্রমুখ। তারপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তব্য রাখেন, সারা বাংলা ক্ষুদিরাম আত্মোৎসর্গ কমিটির সদস্য অংশুমান রায়। এছাড়াও ‘ঐক্যতান’ সঙ্গীত গোষ্ঠী দ্বারা সমবেত সঙ্গীত এবং ‘অরাজনৈতিক’ নাটক পরিবেশিত হয়।