আমাদের ভারত, ব্যারাকপুর, ৫ ফেব্রুয়ারি: এবার মাওবাদী আতঙ্ক ছড়িয়ে পড়লো ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত খড়দহে। মঙ্গলবার রাতে আচমকা নজরে আসে খড়দহ রেল স্টেশন চত্বর ছেয়ে গেছে মাওবাদী পোস্টারে। আর আচমকা জনবহুল এলাকায় মাওবাদী পোস্টার দেখে আতঙ্কিত হয়ে পড়েন নিত্যযাত্রী থেকে স্থানীয় বাসিন্দারা।
ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে আসে রহড়া থানার বিশাল পুলিশ বাহিনী। তারা স্টেশনে লাগানো পোস্টার- গুলি ছিঁড়ে ফেলে। তবে কে বা কারা এই পোস্টারগুলি লাগিয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।