সাথী দাস, পুরুলিয়া, ৩০ নভেম্বর: বান্দোয়ানে মধুপুর গ্রামে মাও পোস্টার উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। আজ সকালে গ্রামবাসীরা পোস্টারগুলি দেখতে পান। কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করা হয়েছে পোস্টারগুলিতে। কৃষি আইনের মাধ্যমে বৃহৎ পুঁজিবাদীদের স্বার্থ দেখছে বিজেপি সরকার বলে অভিযোগ করা হয়েছে পোস্টারে।
আজ ভোরের দিকে বাড়ির দেওয়াল, পাঁচিলে পোস্টারগুলো দেখতে পান গ্রামবাসীরা। কোথাও ছাপানো কোথাও সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা ওই পোস্টারগুলো দেখা গিয়েছে। ওই এলাকায় মাঠেও হিন্দিতে কিছু লিফলেট দেখতে পান গ্রামবাসীরা। ঝাড়খন্ড রাজ্যে স্কুল, স্বাস্থ্য কেন্দ্রে এবং পঞ্চায়েত অফিস চত্বর থেকে পুলিশের শিবির তোলার দাবি জানানো হয় পোস্টারে।
নির্বাচনের আগে জঙ্গলমহলের পুরুলিয়ায় ফের সক্রিয় হচ্ছে মাওবাদীরা। কোথাও রাজ্য সরকারকে হুমকি। আবার কোথাও লক্ষাধিক টাকা দাবি করে পোস্টার। নভেম্বরের গোড়া থেকে লাগাতার এইভাবে পোস্টার লাগানো হচ্ছে।
বাংলায় এগিয়ে আসছে বিধানসভা নির্বাচন। তার আগে প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ড সীমান্ত লাগোয়া এলাকায়। মাওবাদী পোস্টার উদ্ধারের জেরে উৎকন্ঠা বাড়িয়ে তুলবে পুলিশ, গোয়েন্দাদের সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলিরও বলে মনে করছে রাজনৈতিক মহল।
নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহেও পুরুলিয়ার বিভিন্ন জায়গায় মাওবাদী পোস্টার উদ্ধার হয়েছিল। কোটশিলা থানা এলাকা, জয়পুরেও পোস্টার উদ্ধার হয়েছিল। তবে সেগুলিতে একেবারে স্থানীয় ও ব্যক্তি কেন্দ্রিক বিষয়ে টাকা দাবি করা হয়েছিল। পুলিশ সরাসরি মাওবাদীদের পোস্টার বলে স্বীকার না করলেও আজকে বান্দোয়ানে উদ্ধার হওয়া পোস্টার গুলিকে আমল দিচ্ছে। শুরু হয়েছে তদন্ত।