স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৩০ নভেম্বর: “শুভেন্দু অধিকারী যাতে তৃণমূল কংগ্রেসেই থাকেন, কোনও অশুভ শক্তি যাতে তাঁর উপরে প্রভাব ফেলতে না পারে সেই উদ্দেশ্যে রায়গঞ্জে দেবাদিদেব মহাদেবের কাছে হোম যজ্ঞের মধ্য দিয়ে বিশেষ প্রার্থনা তৃণমূল কংগ্রেস কর্মীদের।” রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকায় দেবপুরী মন্দিরে এলাকার কর্মী সমর্থকরা বিশেষ হোম যজ্ঞের মাধ্যমে পুজো করলেন।
একসময় ভারতীয় ক্রিকেট টিমে যদি শচীন বা সৌরভ না থাকে তাহলে যেভাবে সমর্থকরা মর্মাহত আশাহত হয়ে হেরে যাওয়ার আশঙ্কায় করত এখন তৃণমূল নেতা কর্মীদের সেই অবস্থা। তাই রাজ্য তৃণমূল কংগ্রেসের যোদ্ধাদের মধ্যে শুভেন্দু অধিকারীর মতো সামনের সারির যোদ্ধা না থাকার আশঙ্কা থেকে মুক্ত হতে এবং শুভেন্দু অধিকারীকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করতে তাঁর অনুগামী কর্মী সমর্থকরা মহাদেবের কাছে বিশেষ প্রার্থনা যজ্ঞ করলেন।
রায়গঞ্জ পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অসীম অধিকারীর উদ্যোগে দেবপুরী মন্দিরে দেবাদিদেব মহাদেবের কাছে এই বিশেষ প্রার্থনা ও যজ্ঞের আয়োজন করা হয়। অসীম অধিকারী ওরফে নদো জানিয়েছেন, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের একজন প্রথম সারির যোদ্ধা। ভারতীয় ক্রিকেটে শচীন সৌরভের মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা টিমে না থাকলে একসময় যখন ভারতীয় টিম হেরে যেত ঠিক তেমনি তৃণমূল কংগ্রেসে অত্যন্ত গুরুত্বপূর্ণ যোদ্ধা শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসে যাতে শুভেন্দু অধিকারী থাকেন এবং কোনও অশুভ শক্তি যাতে তাঁকে প্রভাবিত করতে না পারে সেই উদ্দেশ্যেই আমরা দেবপুরী মন্দিরে দেবাদিদেব মহাদেবের কাছে হোম যজ্ঞের মাধ্যমে বিশেষ প্রার্থনা করছি। এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা জানিয়েছেন, অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করা এবং তৃণমূল কংগ্রেসে যাতে শুভেন্দু অধিকারী স্বমহিমায় ফিরে আসেন সেজন্যই এই বিশেষ প্রার্থনার আয়োজন করেছেন তাঁরা। এই ঘটনা নিয়ে জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।