আমাদের ভারত, ২৫ এপ্রিল: সন্দেশখালিতে নারী নির্যাতনের একাধিক অভিযোগ উঠেছে। এতদিনে পুলিশ এই ইস্যুতে মামলা রুজু করেছে। এবার সন্দেশখালি কান্ডে নারী নির্যাতনের অভিযোগ দায়ের করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইও।
কলকাতা হাইকোর্টের নির্দেশের পর সিবিআই মহিলাদের অভিযোগ জমা নিতে ই-মেইল আইডি খুলেছিল। সেখানে জমা পড়া একাধিক অভিযোগের ভিত্তিতেই এফআইআর করেছে সিবিআই। নারী নির্যাতন শুধু নয়, জমি জবর দখল থেকে শুরু করে হুমকি দেওয়া সব রকম অভিযোগ এসেছে সন্দেশখালি থেকে।শেখ শাহজাহানের পাশাপাশি তার দুই অনুগামী শিবু হাজরা উত্তম সর্দার ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন। তারা সকলেই জেলবন্দি।
কলকাতা হাইকোর্ট সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে সিট গঠন করতে বলেছিল। তখনই অভিযোগ জমা নেওয়ার জন্য ই-মেইল আইডি তৈরির কথা বলা হয়। সিবিআই সূত্রে খবর, ই-মেইল আইডি তৈরি করার পর থেকে ভুরি ভুরি অভিযোগ এসেছে সন্দেশখালি থেকে। তারমধ্যে বেশিরভাগ অভিযোগই নারী নির্যাতনের। সেইসব অভিযোগ খতিয়ে দেখতে সন্দেশখালি গিয়েছিল সিবিআই এর টিম। তারপরে এই মামলায় প্রথম
এফআইআর দায়ের করল সিবিআই।
প্রসঙ্গত, সন্দেশখালি কান্ডের তদন্তে ই-মেইল আইডি প্রকাশ করেছিল সিবিআই। সেই ই-মেইল আইডিতে সরাসরি অভিযোগ জানানো হচ্ছে। জমি দখল করে ভেড়িতে রূপান্তর করা, মহিলাদের ধর্ষণ সহ সমস্ত ধরনের অভিযোগ জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, জেলাশাসক থেকে জেলা পুলিশ সুপার বা যে কোনো ব্যক্তিকে সিবিআই তদন্তের জন্য ডাকতে পারে এবং তদন্তে সাহায্যের জন্য তারা হাজিরাও দিতে পারে।
আদালত জানায়, সন্দেশখালি পরিস্থিতিতে একটি স্বাধীন এবং যোগ্যতা সম্পন্ন এজেন্সি ছাড়া তদন্ত সম্ভব নয়। সার্বিক পরিস্থিতি বিচার করে আদালত সিদ্ধান্ত নিয়েছে সন্দেশখালির মানুষের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করবে সিবিআই।