আমাদের ভারত, ৭ এপ্রিল: এপ্রিল মাসে বিভিন্ন রুটে অনেকগুলি ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। এই অবস্থায় ট্রেনে যাওয়ার পরিকল্পনা করে থাকলে কোন রুটের কোন কোন ট্রেন বাতিল হয়েছে, আগে জেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন অভিজ্ঞরা। নইলে পরে ঝামেলায় পড়তে হবে।
*৬ এপ্রিল এবং ২৩ এপ্রিল সাঁতরাগাছি থেকে চলা ২০৮২৮ সাঁতরাগাছি- জব্বলপুর এক্সপ্রেসটি বাতিল।
*১৭ এপ্রিল এবং ২৪ এপ্রিল জব্বলপুর থেকে চলা ২০৮২৭ জব্বলপুর-সাঁতরাগাছি এক্সপ্রেসও বাতিল।
*৯ এপ্রিল, ১০ এপ্রিল, ১৬ এপ্রিল এবং ১৭ এপ্রিল বাতিল ১২১৫১ এলটিটি-শালিমার এক্সপ্রেস।
*১১ এপ্রিল এবং ১৮ এপ্রিল হাওড়া থেকে চলা ১২৮৭০ হাওড়া-মুম্বই এক্সপ্রেসটি বাতিল।
*১০ এপ্রিল এবং ১৭ এপ্রিল হাওড়া থেকে চলা ২২৮৯৪ হাওড়া-সাইনগর শিরডি এক্সপ্রেস বাতিল।
*১৩ এপ্রিল এবং ২০ এপ্রিল মুম্বাই থেকে চলা ১২৮৬৯ মুম্বই-হাওড়া এক্সপ্রেসটি বাতিল।
*১১ এপ্রিল, ১২ এপ্রিল, ১৮ এপ্রিল এবং ১৯ এপ্রিল শালিমার থেকে চলা ১২১৫২ শালিমার-এলটিটি এক্সপ্রেস বাতিল।
*১২ এপ্রিল এবং ১৯ এপ্রিল সাঁতরাগাছি থেকে চলা ২০৮২২ সাঁতরাগাছি-পুণে এক্সপ্রেস বাতিল।
*১৪ এপ্রিল এবং ২১ এপ্রিল পুণে থেকে চলা ২০৮২১ পুণে-সাঁতরাগাছি-পুণে এক্সপ্রেস বাতিল।
*১১ এপ্রিল এবং ২৪ এপ্রিল পুণে থেকে চলা ১২১২৯ পুণে-হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেস বাতিল।
*১১ এপ্রিল এবং ২৪ এপ্রিল হাওড়া থেকে চলা ১২১৩০ হাওড়া-পুণে আজাদ হিন্দ এক্সপ্রেস বাতিল।
*১১ এপ্রিল এবং ২৪ এপ্রিল মুম্বাই থেকে চলা ১২৮৫৯ মুম্বই-হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেস বাতিল।
*১১ এপ্রিল এবং ২৪ এপ্রিল হাওড়া থেকে চলা ১২৮৬০ হাওড়া-মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস বাতিল।
*১০ এপ্রিল, ১২ এপ্রিল, ১৭ এপ্রিল এবং ১৯ এপ্রিল হাওড়া থেকে চলা ১২২২২ হাওড়া-পুণে দুরন্ত এক্সপ্রেস বাতিল।
১২ এপ্রিল, ১৪ এপ্রিল, ১৯ এপ্রিল এবং ২১ এপ্রিল পুণে থেকে চলা ১২২২১ পুণে-হাওড়া দুরন্ত এক্সপ্রেস বাতিল।
*৯ এপ্রিল, ১০ এপ্রিল, ১৬ এপ্রিল এবং ১৭ এপ্রিল পোরবন্দর থেকে চলা ১২৯০৫ পোরবন্দর-শালিমার এক্সপ্রেস বাতিল।
*১১ এপ্রিল, ১২ এপ্রিল, ১৮ এপ্রিল এবং ১৯ এপ্রিল শালিমার থেকে চলা ১২৯০৬ শালিমার-পোরবন্দর এক্সপ্রেস বাতিল।
*১১ এপ্রিল, ১২ এপ্রিল, ১৪ এপ্রিল, ১৫ এপ্রিল, ১৮ এপ্রিল, ১৯ এপ্রিল, ২১ এপ্রিল এবং ২২ এপ্রিল এলটিটি থেকে চলা ১২১০১ এলটিটি-শালিমার জ্ঞানেশ্বরী এক্সপ্রেস বাতিল।
*১৩ এপ্রিল, ১৪ এপ্রিল, ১৬ এপ্রিল, ১৭ এপ্রিল, ২০ এপ্রিল, ২১ এপ্রিল, ২৩ এপ্রিল এবং ২৪ এপ্রিল শালিমার থেকে চলা ১২১০২ শালিমার-এলটিটি জ্ঞানেশ্বরী এক্সপ্রেস বাতিল।