অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৪ ডিসেম্বর: রাত পোহালেই বড়দিন। আর এই বড়দিনে একটু কেক না হলে কি চলে? তাই সকাল থেকে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন কেকের দোকানগুলোতে ভিড় জমিয়েছেন ক্রেতারা। তাই এবারে কেক বিক্রির চাহিদাও আগের বছরের তুলনায় অনেকটাই বেড়েছে।
এ বছর বিভিন্ন রকমের বাহারি কেক বিক্রি হচ্ছে দোকানগুলিতে। যেমন রয়েছে ফ্রুট কেকের মধ্যে নলেন গুড়ের কেক, ডিম ছাড়া কেক, সুগার ফ্রি বা চিনি ছাড়া কেক। আবার পেস্টি কেকের মধ্যেও রয়েছে বিভিন্ন বাহার। তাই ক্রেতারা এসেও এত বাহারি কেক দেখ খুশি। তাই অন্যান্য বছরের তুলনায় এবছর চাহিদাটাও বেশি। কেক ছাড়াও এদিন শান্তাক্লজের বিভিন্ন কার্টুন, টুপি ও ড্রেস কিনতে অনেকে ভিড় জমিয়েছেন দোকানগুলিতে।