আমাদের ভারত, ১০ এপ্রিল: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আবারও কমিশনের দ্বারস্থ হলো বিজেপি। অভিযোগ, রাজ্য সরকারি স্কুলে বিলি করা খাতায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর ছবি রয়েছে। বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয়েছে পদ্ম নেতারা।
দেশজুড়ে ভোটের দামামা বেজে গেছে। নির্বাচনের আচরণ বিধি জারি হয়েছে। এমন সময় তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে আচরণ বিধি ভাঙার অভিযোগ উঠল। সরকারি স্কুলে পড়ুয়াদের খাতা দেয় শিক্ষা দপ্তর। সরকারি স্কুলে যে সমস্ত খাতা দেওয়া হচ্ছে তাতে মুখ্যমন্ত্রীর ছবি রয়েছে। বিজেপির অভিযোগ, খাতায় এই ছবি আদতে রাজ্য সরকারের বিজ্ঞাপনের কাজ করছে, যা কিনা নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী নিষিদ্ধ।
এই যুক্তি তুলে ধরেই কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। এই খাতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরানোর দাবি জানিয়েছে তারা।
এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে গিয়েছে বিজেপি। নির্বাচনী জনসভার মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অসাবিধানিক ভাষা প্রয়োগ করার অভিযোগ উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তার বিরুদ্ধে কমিশনের নালিশ জানিয়েছিল বিজেপি। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধেও কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছিল পদ্ম শিবিরের তরফে।