দুর্ঘটনা কমাতে ট্রাফিক বিভাগে প্রচুর নিয়োগের সিদ্ধান্ত নিল মমতার সরকার

নীল বনিক, আমাদের ভারত, ৪ ফেব্রুয়ারি: দুর্ঘটনা কমাতে রাজ্যের প্রতিটি জেলায় ট্রাফিক পুলিশ বাহিনী তৈরী করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রকল্প আরও সাফল্য অর্জন করবে বলে মত ট্রাফিক কর্তাদের।

প্রথম পর্যায়ে মোট ২৫৭৭ জনকে নিয়োগ করা হবে ট্রাফিক বিভাগে। সাতটি ভিন্ন পদে নেওয়া হবে ১৭০০ জন কনস্টেবল। ১৭৭ জন পুলিশ ড্রাইভারও নেওয়া হবে। ৪৪০ জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ১৭০ জন সাব ইন্সপেক্টর, ৭৫ জন ইন্সপেক্টর, ১২ জন সুপারিন্টেনডেন্ট এবং তিনজন অ্যাসিস্টেন্ট সুপারিন্টেনডেন্ট পদে নিয়োগ করবে রাজ্য সরকার।

‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রকল্প ইতিমধ্যেই সাফল্য অর্জন করেছে। দুর্ঘটনার পাশাপাশি মৃত্যুর সংখ্যা কমেছে প্রতি বছর। এবার এই প্রকল্পে দূর্ঘটনা আরও কমবে বলে মত রাজ্যের ট্রাফিক বিভাগের কর্তাদের। সূত্রের খবর খুব শ্রীঘ্রই ট্রাফিক বিভাগে নিয়োগ করবে রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *