নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৬ ডিসেম্বর:
দলকে ভাঙতে দেখে চেঁচামেচি শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি কখনই দল ভাঙানোর রাজনীতি করে না বলে দাবি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। বুধবার বিধানসভার বাইরে তিনি বলেন, দল ভাঙানোর রাজনীতি রাজ্যে তৃণমূল শুরু করেছে। আর এখন নিজের দল ভাঙতে দেখে তৃণমূল সুপ্রিমো নৈতিকতার পাঠ শেখাচ্ছে বিজেপিকে? এতদিন তৃণমূল বিজেপি সহ সব বিরোধী দলের ঘর ভেঙেছে। কিন্তু বিজেপি ঘর ভাঙানোর রাজনীতি কখনোই করবে না।
তবে একথা ঠিক যে বহু তৃণমূল নেতা বিজেপিতে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছেন। যারা বিজেপিতে আসছেন তারা বিজেপিকে ভালোবেসেই আসছেন। তৃণমূলে সম্মান না পেয়েই তারা বিজেপিতে আসতে চাইছেন বলে দাবি করেন দিলীপ ঘোষ। প্রত্যেককে যোগ্য সম্মান দিয়েই বিজেপি সবাইকে কাজ করার সুযোগ দেবে বলে জানান তিনি।