আমাদের ভারত, ২৭ জানুয়ারি: “মুখ্যমন্ত্রী আন্দোলনে শামিল হতেই পারেন। কে মানা করেছে ওনাকে? তবে তার আগে টাকার ব্যবস্থা করতে হবে তো!”
বকেয়া টাকা মিটিয়ে দিতে কেন্দ্রকে সাত দিনের সময় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যথায় তিনি আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার সাংবাদিকের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মন্তব্য করেন বিজেপি-র রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।
সুকান্তবাবুর বক্তব্য, “ওনারাই তো স্বীকার করেছেন কিছু মানুষ চুরি করেছে। অপরাধ হয়েছে। এর ভিত্তিতে এফআইআর কোথায়? কজন গ্রেফতার হয়েছে? টাকা চুরি হয়ে থাকলে তো সেটা ফেরৎ দিতে হবে। সেটা এসেছে সরকারি তহবিল থেকে। আমি যদি চুরি করি, আমার পকেট থেকে সেটা মেটাতে হবে।“

