আমাদের ভারত, ৩০ এপ্রিল: প্রব্রাজিকা আনন্দপ্রাণ মাতাজির প্রয়াণে শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডলে লিখেছেন, “শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের পরম শ্রদ্ধেয় সভানেত্রী, প্রব্রাজিকা আনন্দপ্রাণ মাতাজি আজ সকালে দক্ষিণেশ্বরের শ্রী সারদা মঠে মহাসমাধিতে প্রবেশ করেছেন। এটা জেনে আমি দুঃখিত। মহান আধ্যাত্মিক নেত্রীর বিদেহী আত্মার প্রতি আমার প্রণাম রইল। বিশ্বে তাঁর কোটি কোটি ভক্তের প্রতি রইল আমার সমবেদনা।”
প্রসঙ্গত, প্রব্রাজিকা আনন্দপ্রাণার জন্ম কলকাতায়, ১৯২৭ সালে। আধ্যাত্মিকতায় আগ্রহী আনন্দপ্রাণা বেলুড় মঠ ও মিশনের সপ্তম প্রেসিডেন্ট স্বামী শঙ্করানন্দর কাছে দীক্ষা নিয়েছিলেন। বাগবাজারের নিবেদিতা গার্লস হাইস্কুল থেকে কর্মজীবন শুরু হয়। সেটা ছিল ১৯৫৭ সাল। বাগবাজারের নিবেদিতা গার্লস হাইস্কুলের দায়িত্বে থাকাকালীন ২০১৭ সালে ট্রাস্টি নির্বাচিত হন। এরপর দুই ধাপে প্রেসিডেন্ট হন। তিনি ছিলেন সারদা মঠের পঞ্চম প্রেসিডেন্ট।