আমাদের ভারত, ৯ জুলাই: আকাশ ছোঁয়া দাম সবজির। মধ্যবিত্তরা সবজি বাজারে ঢুকতে ভয় পাচ্ছে বললে ভুল বলা হবে না। এই পরিস্থিতি নিয়ে নবান্নে বৈঠকের পর পুলিশকে কড়া নজরদারির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে জানিয়ে দিলেন দশ দিনের মধ্যে সবজির দাম কমাতে হবে। দাম কতটা কমলো তা নিয়ে প্রতি সপ্তাহে রিপোর্ট জমা দিতে হবে মুখ্যমন্ত্রীর কাছে।
উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি। অন্যদিকে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে সেই অর্থে বর্ষা আসেনি। এদিকে বাজার দর আগুন। লঙ্কা, বেগুন সবই সেঞ্চুরি হাঁকিয়ে ডবল সেঞ্চুরি করছে। ঢেঁড়স উচ্ছের মতো সবজিও বিক্রি হচ্ছে কেজি প্রতি ৯০ থেকে ১১০ টাকায়। ফসলের মূল্য বৃদ্ধির জন্য ব্যবসায়ীদের একাংশ অনাবৃষ্টিকে দায়ী করেছেন।
কিন্তু মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, কিছু মুনাফা খোরের জন্যই এই মূল্যবৃদ্ধি।মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কৃষকরা এই বাড়তি দাম পাচ্ছে না। সবজির দাম বাড়িয়ে মুনাফা নিচ্ছেন মুনাফা খোরেরা। আলুর মূল্য বৃদ্ধি নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বাজারে কৃত্রিম চাহিদা তৈরির জন্য বড় ব্যবসায়ীদের একাংশ কোল্ড স্টোরেজে আলু আটকে রেখেছেন।
রাজ্যজুড়ে সবজির ঊর্ধ্বমুখী দাম নিয়ে মঙ্গলবার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নবান্নে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, আকাশ ছোঁয়া সবজির দাম। মানুষের নাভিশ্বাস উঠেছে। টাস্ক ফোর্সের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “টাস্ক ফোর্স গঠন করেছিলাম, তারা শেষ কবে বৈঠকে বসেছেন জানি না। যতদিন দাম না কমে ততদিন বৈঠকে বসতে হবে। আমি মুখ্য সচিব দিদিকে নির্দেশ দিচ্ছি কতটা দাম কমলো তা নিয়ে প্রতি সপ্তাহে আমার রিপোর্ট চাই। দশ দিনের মধ্যে দাম কমাতেই হবে।
বাড়তি লাভের আশায় রাজ্যের আলু কিংবা পেঁয়াজ অন্য রাজ্যে রপ্তানি করা হচ্ছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে। এই ব্যাপারে মুখ্যমন্ত্রী জানান, সীমান্তেও নজরদারি চালানো হবে। আগে রাজ্যের চাহিদা মিটবে তারপর অন্য রাজ্যে জিনিস যাবে।