সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ২৬ ডিসেম্বর: ‘‘জীবন দিয়েও অধিকার রক্ষার আন্দোলন চলবে। কেউ ভয় দেখালে, জবরদস্তি করলে, দেশের জনগণ, বাংলার মানুষ সমর্থন করবে না’’, নাগরিকত্ব আইনের প্রতিবাদে এ ভাষাতেই বৃহস্পতিবার গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন রাজাবাজার থেকে মল্লিকবাজার পর্যন্ত মিছিল করেন মমতা। রাজাবাজার থেকে মিছিল শুরুর আগে সিএএ ও এনআরসি বিরোধিতায় শপথ পাঠ করান তৃণমূলনেত্রী। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে এদিন ফের মমতা বলেন, ‘‘গায়ের জোর দেখাবেন না। যতদিন না আইন প্রত্যাহার হচ্ছে, এই আন্দোলন চলবে’’। তৃণমূল সুপ্রিমো আরও বলেন, ‘‘এই আন্দোলন মানুষের আন্দোলন, জীবন দিয়েও চলবে এই আন্দোলন।’’
সিএএ বিরোধিতায় ছাত্রদের মিছিলের পাশে থাকার বার্তাও দেন মমতা। এ প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আন্দোলন করায় পড়ুয়াদের হুমকি দেওয়া হচ্ছে। পড়ুয়াদের উপর জুলুম চললে আমরা রুখে দাঁড়াবই।’’