২৮ হাজার কোটি টাকা পাওনার দাবি নিয়ে রাজভবনে মোদীর মুখোমুখি হলেন মমতা

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১১ জানুয়ারি:
২৮ হাজার কোটি টাকা পাওনার দাবি নিয়ে মোদীর সঙ্গে দেখা করলেন মমতা। শনিবার রাজভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এইকথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমার পাওনা টাকা আমি চাইলাম। বুলবুলের টাকা কেন্দ্রের থেকে এখনও পায়নি রাজ্য সরকার। প্রধানমন্ত্রীকে বুলবুলে ক্ষয়ক্ষতির টাকা রাজ্যকে মিটিয়ে দেবার আর্জি জানিয়েছি। তারসঙ্গে প্রধানমন্ত্রী রাজ্য সফরে আসলে তার সঙ্গে দেখা করাটা আমার দায়িত্ব। প্রশাসনিক দিক থেকে আমার কর্তব্য আমি পালন করেছি।

রাজ্যের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ফিরাদ হাকিম দমদম বিমানবন্দরে গেছে। তবে প্রধানমন্ত্রীকে সিএএ আইন নিয়ে আমাদের মতামত আমি স্পষ্ট করে এসেছি। আমি প্রধানমন্ত্রীকে সংশোধিত নাগরিকত্ব আইন তুলে নেবার কথা বলে এসেছি। তবে আমি জানি না আমার বলাটা ঠিক হয়েছে কিনা। কারণ উনি আমার রাজ্যের অতিথি। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী সবটাই শুনেছেন। তবে এখনই এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, এবিষয়ে আমরা দিল্লিতে কথা বলে নেবো। এদিন রাজভবনে প্রধানমন্ত্রী এসে প্রথম মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। রাজভবনে প্রায় ১৫ মিনিট কথা হয় প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *