দল আর সরকারের তফাৎ না বোঝার কারণেই নেতাজি ইন্ডেরো যাননি মমতা: রাহুল সিনহা

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১২ জানুয়ারি:
দল আর সরকারের তফাৎ বোঝেন না মমতা। রবিবার দলের রাজ্য সদর দফতরে এইকথা জানালেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। প্রসঙ্গত, এদিন নেতাজি ইন্ডোরে পোর্টট্রাষ্টের প্রধানমন্ত্রীর সভায় যাননি রাজ্যের মুখ্যমন্ত্রী। সেইপ্রসঙ্গে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক বলেন দল আর সরকারের তফাৎ সবার বোঝা উচিত। না হলে যুক্তরাষ্ট্রীয় ব্যাবস্থা নিয়ে আগামীদিনে প্রশ্ন উঠবে।
মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে নেতাজি ইন্ডোরে না থেকে অসৌজন্যতার প্রকাশ দেখিয়েছেন। যা রাজনীতিতে একেবারেই কাম্য ছিল না বলে জানান রাহুল সিনহা।

পাশাপাশি বেলুড় মঠে সিএএ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমর্থনে মুখ খোলেন রাহুল সিনহা। তিনি বিরোধীদের আক্রমন করে বলেন, বামেদের বেলুর মঠ নিয়ে কথা বলার অধিকার নেই। তারা নিজেরাই রামকৃষ্ণদেব ও বিবেকানন্দকে একসময়ে অপমাণ করেছেন। আর কংগ্রেস তারা গান্ধী বংশকে ছাড়া কাউকে বোঝেন না। তাই কংগ্রেস বেলুড় মঠ নিয়ে যতকম কথা বলে ততই ভালো বলে জানালেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *