নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৬ জানুয়ারি:
আগামী সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে মিছিল করবেন শুভেন্দু অধিকারী। টালিগঞ্জ ট্রাম ডিপোর সামনে থেকে একটি মিছিল বার করবে রাজ্য বিজেপি। যেই মিছিলে হাঁটবেন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী।
প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে অর্থাৎ শুভেন্দু অধিকারীর গড়ে আগামী সোমবার সভা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই সভাতে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেন, তার দিকে তাকিয়ে থাকবে গোটা রাজনৈতিক মহল।
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা জবাব দিতে দক্ষিণ কলকাতায় থাকবেন শুভেন্দু অধিকারী। টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে রাজ্য বিজেপির মিছিল আসবে রাসবিহারী মোড় পর্যন্ত। সেখানে দলীয় কর্মীদের উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত ভাষণ দেবেন নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক। যদিও সেই মিছিলে হাঁটবেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি। রাজনৈতিক মহল অবশ্য মনে করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা কাউন্টার দিতেই আগামী সোমবার দক্ষিণ কলকাতায় শুভেন্দু অধিকারীকে নিয়ে কর্মসূচি নিয়েছে রাজ্য বিজেপি।