আমাদের ভারত, ৪ আগস্ট: কিশোর কুমারকে তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী টুইটারে লিখেছেন, “কিংবদন্তি গায়ক কিশোর কুমারকে আজ তাঁর জন্মবার্ষিকীতে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই! তিনি দেশ ও বিশ্ব জুড়ে প্রবাসীদের সাংস্কৃতিক শক্তির প্রতিনিধিত্ব করেন এবং আমি তাঁর প্রতিভাকে স্বীকৃতি জানাই।“
প্রসঙ্গত, কিশোর কুমার (আগস্ট ৪, ১৯২৯ – অক্টোবর ১৩, ১৯৮৭) ছিলেন গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং রেকর্ড প্রযোজক। তিনি চলচ্চিত্র শিল্পের সর্বাধিক সফল এবং চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ নেপথ্য গায়ক হিসেবে বিবেচিত হন। কিশোর কুমারের চার অদ্ভুত বিষয় হল ৪ আগস্ট ৪টার সময় তিনি জন্ম গ্রহণ করেন এবং তিনি ৪র্থ সন্তান। তিনি জীবনে ৪ টি বিয়ে করেন, চলচ্চিত্র জীবনে ৪টি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন।