বিতর্ক জিইয়ে রেখে সিএএ–র প্রতিবাদে ফের রংতুলি হাতে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নীল বনিক, আমাদের ভারত, ২৮ জানুয়ারি: ফের রং, তুলি হাতে নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার গান্ধী মূর্তির পাদদেশে সংশোধিত নাগরিক আইনের প্রতিবাদে ছবি আঁকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ৫০ জন চিত্র শিল্পীকে সঙ্গে নিয়ে ছবি অাঁকেন তিনি। ছবি এঁকে তিনি সিএএ–র প্রতিবাদ জানালেন।

উল্লেখ্য এরআগে মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল গোটা দেশজুড়ে। সারদা কর্তা সুদীপ্ত সেন মুখ্যমন্ত্রীর ছবি কেনায় তা নিয়ে এখনও বিতর্কিত মন্তব্য করেন বিরোধীরা। যা অবশ্যই সিবিআইয়ের তদন্ত সাপেক্ষ। তারমধ্যেই আবার প্রকাশ্যে কলকাতার রাস্তায় ছবি আঁকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাও আবার বিতর্কিত চিত্র শিল্পী শুভাপ্রসন্নকে সঙ্গে নিয়ে।

ছবি আঁকা শেষ করার পর মুখ্যমন্ত্রী ববলেন, পাকিস্তানের নামে মোদী সরকার রাজনীতি শুরু করেছে। তিনি বলেন, মোদী সরকার পাকিস্তান ছাড়া কিছু বোঝে না। তাদের অন্যকোনও ইস্যু নেই। শুধুমাত্র ধর্মের নামে সারা বছর মোদী সরকার রাজনীতি করছে। এরপর নাম না করে বিজেপিকে আক্রমন করে মুখ্যমন্ত্রী বলেন, এবার দেশের অর্থনিতী নিয়ে ভাবুন। পাকিস্তানের নাম করে আর দেশের মানুষকে ভুলিয়ে রাখা যাবে না।

সংশোধিত নাগরিক আইনের প্রতিবাদে আজ রংতুলি হাতে তুলে নেন মুখ্যমন্ত্রী। চিত্র শিল্পী শুভাপ্রসন্নর সঙ্গে সিএএ–র প্রতিবাদে ছবি আঁকে। মুখ্যমন্ত্রীর এই ছবিগুলি দিল্লিতে প্রদর্শনীর ব্যাবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *