আমাদের ভারত, ২৩ এপ্রিল: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে গ্রেপ্তার হবেন। তার জন্য যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিলম্বে পদত্যাগ করা উচিত। নিজের কেন্দ্রে ভোট প্রচারে বেরিয়ে এভাবেই এসএসসির ২৬ হাজার চাকরি বাতিলের জন্য তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে সরব হলেন সুকান্ত মজুমদার। মঙ্গলবার প্রচারে বেরিয়ে তিনি নিজের কেন্দ্রের একাধিক জায়গায় রোড শো করেন।
মঙ্গলবার একেবারে সকালে থেকেই প্রচার শুরু করেছিলেন বালুরঘাট কেন্দ্রের বিজেপির প্রার্থী। গঙ্গারামপুর, বুনিয়াদপুর সহ বিভিন্ন জায়গায় সুকান্ত মজুমদার এদিন রোড শো করেন। প্রচুর সংখ্যায় বিজেপি কর্মী সমর্থকরা এদিনে রোড শোতে উপস্থিত ছিলেন।
গতকাল এসএসসি মামলার রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই রায় নিয়ে বাংলার রাজনীতি আপাতত সরগরম। যোগ্য প্রার্থীদের চাকরি হারানোর জন্য মুখ্যমন্ত্রীই দায়ী, তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের দাবি তুলেছে বিরোধীরা। আজ সুকান্ত মজুমদার নিজের ভোট প্রচারে বেরিয়ে আক্রমণাত্মক মেজাজেই আবারও সেই দাবি তুললেন।
এসএসসি মামলা ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনা করেছেন সুকান্ত মজুমদার। পাঁচ হাজার বেআইনি নিয়োগের অভিযোগ করেছেন তিনি। তাঁর কথায়, অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেল। চাকরি যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। অতিরিক্ত শূন্য পদ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল ক্যাবিনেট। সে বিষয়েও সমালোচনা করেছেন সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন তিনি।
বালুরঘাটে গতবার ভোটে জিতেছিলেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি এবারও এই কেন্দ্রের প্রার্থী। তবে তৃণমূলও ওই কেন্দ্রে পোড় খাওয়া প্রার্থী দিয়েছে। বিপ্লব মিত্রের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রচার সভা করে গিয়েছেন বালুরঘাটে।
দক্ষিণ দিনাজপুর জেলার উন্নয়নের জন্য রাজ্য সরকার কী কাজ করেছে এলাকার বিজেপি সাংসদ কী করেছেন সেই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আত্রেয়ী নদীর অবস্থা নিয়ে রাজনৈতিক তর্জা শুরু হয়েছে।
এর পাল্টায় সুকান্ত মজুমদার বলেছেন, আত্রেয়ী নদী সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। মরা নদীকে বাঁচিয়ে তোলার জন্য তিনি বিশেষজ্ঞকে নিয়ে এসেছিলেন। সংসদ ভবনে প্রথম দিনই ওই নদীকে বাঁচিয়ে তোলার জন্য বক্তব্য রেখেছেন তিনি বলে দাবি করেছেন বালুরঘাটের বিদায়ী সংসদ সুকান্ত মজুমদার।