নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৫ নভেম্বর: মতুয়াদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছ্যাঁচরামির রাজনীতি করছেন। বৃহস্পতিবার কলকাতায় প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন অভিযোগ করেন অধীর চৌধুরী। তিনি বলেন, এখন কে বেশি মতুয়া তা প্রমাণ করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় উঠে পড়ে লেগেছে। যেহেতু অমিত শাহ মতুয়াদের বাড়িতে খাবেন বলেছেন তাই রাজ্যের শাসকদলের ঘুম উড়ে গিয়েছে। মতুয়া সম্প্রদায়কে নিয়ে বিজেপি ও তৃণমূল উভয়ই রাজনীতি শুরু করে দিয়েছে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
মতুয়াদের সার্বিক উন্নয়ন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও চিন্তা-ভাবনা নেই বলে অভিযোগ করলেন বহরমপুরের সাংসদ। প্রসঙ্গত, বুধবার নবান্ন থেকে মতুয়াদের জন্য পৃথক বোর্ড করার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মতুয়াদের উন্নয়নের জন্য ১০ কোটি টাকা অর্থ বরাদ্দ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গে এদিন রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেন, রাজ্যে কয়েক লক্ষ মতুয়া রয়েছে। ১০ কোটি টাকা খরচ করে কোন মতুয়ার পকেট লকত টাকা ঢুকবে তাও রাজ্য সরকারের কাছে জানতে চান তিনি। এরপরই অধীর চৌধুরী রাজ্য সরকারকে পরামর্শ দিয়েছেন মতুয়াদের সার্বিক উন্নয়নের দিকে লক্ষ্য রাখা উচিত।
নির্বাচনের আগে এভাবে মতুয়াদের নিয়ে স্টান্টবাজি করার কোনও মানে হয় না। যত নির্বাচন এগিয়ে আসছে তত বাংলার আদিবাসী ও মতুয়া সম্প্রদায়ের মানুষদের নিয়ে বিজেপি ও তৃণমূল সরকার স্টান্টবাজি করছে বলে জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী।