মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আইন জানেন না, মতুয়া মহা সম্মেলনে শান্তিপুরে এসে বললেন শান্তনু ঠাকুর

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৭ জানুয়ারি: মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আইন জানেন না শান্তিপুরে এসে এমনই বেনজির আক্রমণ করলেন মতুয়া মহা সংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর।

মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই এসে বলে গেছিলেন যে, নাগরিকত্ব মতুয়াদের অনেক আগেই দিয়ে দেওয়া হয়েছে। সেই প্রসঙ্গে আজ বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর শান্তিপুরে এসে সাংবাদিকদের বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আইন জানেন না। মন্ত্রী হলেই যে তিনি সব আইন জানবেন তা বাধ্যতামূলক নয়। উনি অনেক বিষয় এড়িয়ে গেছেন। ২০০৩ সালে যে আইন তৈরি হয়েছিল সেটাতে পরিষ্কার বলা আছে যে পঞ্চাশ সালের পর যদি কেউ ভারতে জন্ম গ্রহণ না করে তাহলে তার পরিবারের ছেলেমেয়েরা কেউ ভারতের নাগরিকত্ব পাবে না। এটা তিনি কীভাবে এড়িয়ে যাচ্ছেন? মুখ্যমন্ত্রী তো এই মানুষগুলোর সারা জীবনের দায়িত্ব নেবেন না, তাহলে তিনি কি করে এই কথা বলছেন? সংবিধানগত স্বীকৃতি না পেলে এসব মানুষগুলোর কি হবে?

এদিন নাগরিকত্ব আইন লাগু করার দাবিতে শান্তিপুরের এক নম্বর ওয়ার্ডের পাবনা কলোনিতে অনুষ্ঠিত হল মতুয়াদের মহাসম্মেলন। মতুয়া সম্প্রদায়ের দাবি, ভোটের আগে তাদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও তারা এখনও নাগরিকত্ব পাননি। তাই নাগরিকত্ব আদায়ের দাবিতে আজ শান্তিপুরে ছিল মতুয়াদের মহাসম্মেলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *