পাকা ধানের শিস হাতে নিয়ে কৃষক ধর্মঘটকে সমর্থন জানানোর কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

জে মাহাতো, মেদিনীপুর, ৭ ডিসেম্বর: তিনি ধর্মঘটের বিরোধী। তাই গত ১০ বছরে কোনও ধর্মঘট সমর্থন করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই কেন্দ্রের বিরুদ্ধে কৃষকদের ডাকা ধর্মঘটকে সমর্থন জানালেন। আজ মেদিনীপুরের সভায় ধানের শিস হাতে করে একথা ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রী হাতে পাকা ধানের ধানের শিষের গোছা নিয়ে বলেন, পশ্চিমবাংলা আজ সারা ভারতবর্ষের বুকে একটা দৃষ্টান্ত হয়েছেl সারাদেশে কৃষকরা আন্দোলন করছেন আমরা তাদের পাশে রয়েছি। কৃষকদের আন্দোলন হয়েছিল নন্দীগ্রাম, নেতাই এবং সিঙ্গুরে। সেখানে আমরা কৃষকদের পাশে থেকে লড়াই করেছিl কৃষকদের স্বার্থে আগামীকাল সমস্ত ব্লকে ধরনা দেওয়া হবে। আমরা ধর্মঘট সমর্থন করেছি। যদিও আমরা শুরু থেকেই বনধকে কখনো সমর্থন করি নাl কিন্তু কালকে আমরা সমর্থন জানাবোl কারণ কৃষকদের আলু, পটল, মুলো সাধারণমানুষ নিতে পারছেন না। প্রচুর দাম বেড়েছেl কেন্দ্র পটল, মুলো খাবে আমাদের দেবে না। আমরা সহজ মূল্যে সরবরাহ করতামl চাষীদের অধিকার আজ কেন্দ্র কেড়ে নিয়েছেl

তিনি অভিযোগ করেন, চক্রান্ত করে সিপিএম, কংগ্রেস, বিজেপি ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। দাঙ্গা, কুৎসা, অপপ্রচার করে রাজ্য সরকার ভাঙার খেলায় মেতেছে বিজেপি। তাই এই বিজেপির উৎখাতের  সময় এসেছেl মমতা ব্যানার্জি বলেন, বিজেপি কৃষি বিল প্রত্যাহার করো নইলে ভারত ছাড়ো, এটা সারা ভারতবর্ষের মানুষ বলছেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *