বিজেপিতে যাচ্ছেন মমতাবালা ঠাকুর?  দলবদলের প্রস্তাব প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন  তৃণমূল সাংসদ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৪ ফেব্রুয়ারি: সামনেই বিধানসভা নির্বাচন। বাংলা দখলের চেষ্টায় মরিয়া সমস্ত রাজনৈতিক দল।মতুয়াদের মন জয়ই তাদের লক্ষ্য। আর এই আবহে মতুয়া বাড়ির অন্দরের রাজনৈতিক 
সমীকরণও বদলাতে পারে বলে মনে করছেন রাজনৈতিক দলগুলি।প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের বক্তব্য ঘিরে 
তৈরি হয়েছে সেই জল্পনা।

প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর বৃহস্পতিবার ঠাকুরবাড়িতে একটি সাংবাদিক বৈঠক করেন। তিনি জানান, রাজ্যের বাইরে থাকা মতুয়া সংঘের সদস্যদের 
মাধ্যমে বেশ কয়েকবার তাঁর কাছে বিজেপিতে যোগদানেরপ্রস্তাব এসেছে।তবে কি শান্তনু ঠাকুরের মতো তিনিও যোগ দিতে 
চলেছেন পদ্ম শিবিরে? হাতে তুলে নিতে চলেছেন বিজেপির পতাকা? এমনই নানা প্রশ্ন ঘুরপাক
খেতে শুরু করেছে রাজনৈতিক মহলে।তবে সেই জল্পনায় জল ঢাললেন খোদ প্রাক্তন তৃণমূল সাংসদ। তিনি সাফ জানিয়েছেন, 
তৃণমূল থেকে যথেষ্ট সম্মান পেয়েছেন।তাঁর পরিচিতি শুধুমাত্র ঘাসফুল শিবিরের জন্য।তাই তৃণমূল ছাড়ার কোনও প্রশ্নই ওঠে না।উল্লেখ্য, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই 
তৃণমূলে বাড়ছে ‘বেসুরো’দের ভিড়।তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগদানের যেন হিড়িক
লেগেছে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *