আমাদের ভারত, কলকাতা, ১৩ সেপ্টেম্বর: আর জি কর হাসপাতাল-কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের ধরনার জেরে মৃতের সংখ্যা ২৯-এ দাঁড়িয়েছে বলে শুক্রবার দুপুরে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সঙ্গে মৃতদের পরিবারবর্গকে ২ লক্ষ টাকা করে সহায়তার আশ্বাস দিলেন তিনি।
এ দিন এক্স হ্যান্ডলে তিনি জানান, “এটা দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক যে জুনিয়র ডাক্তারদের দীর্ঘ টানা কাজ বন্ধ রাখার কারণে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাত ঘটেছে। এর জন্য আমরা ২৯টি মূল্যবান জীবন হারিয়েছি। শোকাহত পরিবারগুলির প্রতি সাহায্যের হাত বাড়ানোর জন্য, রাজ্য সরকার একটি প্রতীকি আর্থিক ত্রাণ ঘোষণা করেছে। প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের ২ লাখ টাকা সাহায্য দেওয়া হবে।”