রাজেন রায়, কলকাতা, ২ নভেম্বর: উত্তরে টালা এবং দক্ষিণে মাঝেরহাট ব্রিজ বন্ধ থাকার কারণে রীতিমত শোচনীয় অবস্থা শহরের দুই প্রান্তিক বাসিন্দাদের। টালা ব্রিজ সদ্য ভাঙা হলেও মাঝেরহাট ব্রিজের কাজ চলছে অনেকদিন ধরেই। সূত্রের খবর, কালীপুজোর আগেই মাঝেরহাট সেতু সংস্কার কাজ শেষ হতে চলেছে। তাই কালীপুজোর আগেই বেহালাবাসীর মুখে হাসি ফোটাতে ব্রিজ চালুর ভাবনা রাজ্যের।
পূর্ত দফতর সূত্রে খবর, আগামী ৭ দিনের মধ্যেই সেতুর কাজ শেষ হবে। আর তারপরেই ভারবহন ক্ষমতা পরীক্ষা করে সার্টিফিকেট পাঠানাে হবে। রেলওয়ে সেফটি কমিশনে থেকে সবুজ সংকেত মিললেই ফের চালু হয়ে যাবে মাঝেরহাট ব্রিজ।
দু’বছর আগে ২০১৮ সালের শহরের বুক কাঁপিয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল মাঝেরহাট ব্রিজের একাংশ। ব্রিজ ভেঙে পড়ার জেরে ব্রিজের নিচে চাপা পড়ে গিয়েছিলেন অনেকেই। দ্বিতীয়বার যাতে কোনও দুর্ঘটনার আশঙ্কা না থাকে তাই পুরােপুরি ভেঙ্গে ফেলে নতুন করে সেতু তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। দ্বিতীয় হুগলি সেতুর ধাঁচে ৮০০ মিটার লম্বা সেতু বানানাে হচ্ছে। পুরোপুরি কেবল লাগানাে সম্পূর্ণ পিচের রাস্তা তৈরি চলছে জোরকদমে। সেতুতে পিচ ঢালাইয়ের কাজ চলছে। তারপরই শুরু হবে যান চলাচল। এখন শুধু দিন গোনার অপেক্ষা।