স্নেহাশীষ মুখার্জি, নদিয়া, ২ নভেম্বর: আজ ২ নভেম্বর, সারা বিশ্বব্যাপী আজ মৃত্যু লোকের স্মরণ করে খ্রিষ্টানরা একটি অনুষ্ঠান করেন, যা অল সোল ডে হিসেবে পরিচিত। প্রতি বছর কৃষ্ণনগরে এই অনুষ্ঠান বিকেল তিনটে থেকে শুরু হয় বেরিয়াল গ্রাউন্ডের মধ্যে। কিন্তু করোনা পরিস্থিতির জন্য এবছর এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। কৃষ্ণনগর ক্যাথলিক চার্চ থেকে প্রত্যেককে জানানো হয়েছে সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত বেরিয়াল গ্রাউন্ডের গেট খোলা থাকবে এবং প্রতিটা এলাকা অনুযায়ী সময় ভাগ করে দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে এসে যারা মারা গেছেন তাদের সমাধিস্থলে তাদের পরিবার আত্মীয়-স্বজন মোম এবং ধুপ ও তার সাথে ফুল সমাধিস্থলে দিয়ে চলে যেতে হবে।
এবছর করোনা আবহে মিশা হবে না। প্রতিবছর খ্রিস্টান সম্প্রদায়ের বহু মানুষ তাদের পরিবারের মৃত ব্যক্তির আত্মার শান্তির কামনার্থে ৪৫ মিনিট ধরে নিজের নিজের সমাধিস্থলে ধর্মীয় রীতি অনুযায়ী উপাসনা করেন।তারপর তাদের প্রিয়জনের উদ্দেশ্যে পরিবারের মানুষেরা ফুলমালা ও মোমবাতি জ্বালিয়ে তাদের শ্রদ্ধা নিবেদন করেন। কিন্তু এবার করোনা আবহে মিশা হবে না। কারণ সামাজিক দূরত্ব এখানে প্রধান অন্তরায়। সমাধিস্থলের ভিতর কোনমতেই ভিড় করা যাবে না।