আমাদের ভারত, হুগলী, ২৮ নভেম্বর: মায়ের বকাবকিতে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন মাধ্যমিক পরীক্ষার্থী।বছর ষোলোর ওই ছাত্রীর নাম সুস্মিতা ঘোষ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে পোলবা থানার অন্তর্গত আমনান গ্রামপঞ্চায়েতের বন্যপাড়া এলাকায়।
বাবা মাধব ঘোষ জানান, পড়াশোনায় খুব মেধাবী ছাত্রী ছিল সুস্মিতা। এবছর মাধ্যমিক পরীক্ষা দিত।মাস্টারের কাছে সকালে পড়তে যাওয়ার কথা ছিল। সকাল আটটা বেজে গেলেও ঘুম থেকে না ওঠায় মা বকাবকি করে। এরপরেই অপমানে আত্মঘাতী হয়েছে সুস্মিতা বলে অনুমান।