আমাদের ভারত,১৩ ডিসেম্বর:কিছুদিন আগে স্বামী তিন তালাক দিয়েছিলেন। কিন্তু কয়েকদিন যেতেই আবার তাকেই বিয়ে করতে চান স্বামী। কিন্তু সেই জন্য তাকে নিকাহ হালাল এর প্রক্রিয়ার মধ্যে দিয়েযেতে হবে। আর এই নিকাহ হালালের নামে ওই তিন তালাক হওয়া মহিলাকে ধর্ষণ করলো তার নিকাহ বাপ।ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভূপালে।
নিকাহ বাপ হল সেই ব্যক্তি যে কনের হাত বরের হাতে তুলে দেয়। এই নির্যাতিতার অভিযোগ তার স্বামী পরিকল্পনা করেই তাকে ওই নিকাহ বাপের হাতে তুলে দেয় নিকাহ হালালের নামে।
মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে তার স্বামী ওই ও নিকাহ বাপকে।
বেশি দিন বিয়ে না হলেও দাম্পত্যে কলহের কারণে গত ২৩ নভেম্বর ঐ মহিলাকে তিন তালাক দিয়েছিল তার স্বামী। ভারতবর্ষের আজ অবৈধ। কিন্তু কয়েকদিনের মধ্যেই নিজের সিদ্ধান্ত পাল্টে আবার ওই মহিলাকেই বিয়ে করার কথা জানায় সে। আর তখন ঐ মহিলার নিকাহ বাপ আনোয়ার বাবা জানান ওই মহিলার নিকা হালাল হলে তবেই সে আবার বিয়ে করতে পারবে তার প্রথম স্বামীকে।
পুলিশ জানিয়েছে এরপর আনোয়ার বাবা ওই মহিলাকে নিকাহ হালালের জন্য নিয়ে যান আসবাগ এলাকায়।সেখানে ফ্ল্যাট রয়েছে আনোয়ারের। সেই ফ্ল্যাটে ওই মহিলাকে ধর্ষণ করে আনোয়ার।
নির্যাতিতা ওই মহিলা বাড়ি ফিরে এলে তাকে ঢুকতে দিতে অস্বীকার করে তার স্বামী। এরপরই পুলিশে অভিযোগ দায়ের করে ওই মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে আনোয়ার বাবা ও ওই মহিলার স্বামীকে গ্রেফতার করে পুলিশ।