আমাদের ভারত, ব্যারাকপুর, ১৬ জুলাই: জয়ন্ত সিং কান্ডের পর প্রশাসনের মত নড়েচড়ে বসেছে কামরহাটির তৃণমূল নেতৃত্ব। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তৃণমূলের নেতা কর্মীরা কোন প্রোমোটার বা দুষ্কৃতীর সাথে যোগাযোগ রাখতে পারবে না। সেই ঘোষণা নিয়ে এবার কটাক্ষ করলেন অর্জুন সিং।
বেলঘড়িয়ার আড়িয়াদহ কাণ্ড নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, জয়ন্ত সিং’দের মতো প্রোমোটার, তোলাবাজদের নিয়েই মদন মিত্র থেকে শুরু করে সৌগত রায় চলে। না হলে এদের সংসার চলবে না। মদন মিত্রের ফুটানি বন্ধ হয়ে যাবে। সৌগত রায় ও মদন মিত্রের যে সমস্ত বক্তব্য, তার সমস্তটাই সংবাদ মাধ্যমের চোখে ধুলো দেওয়ার জন্য।
অন্যদিকে জয়ন্ত সিংয়ের বিশাল অট্টালিকা সম্বন্ধে কামারহাটি পৌরসভা নাকি কিছুই জানে না এটা ভুল।তিনি আরো বলেন, ঘটনার প্রায় ১০ দিন পরে সৌগত রায় ও মদন মিত্র স্বীকার করছে যে জয়ন্ত সিংকে তারা চেনেন। তবে এটা আরো আগে স্বীকার করলে হয়তো এত বড় ঘটনা ঘটত না। তাদেরকে হুমকি ফোন দেওয়া হতো না। তবে সবটাই নাটক বলে কটাক্ষ অর্জুন সিংয়ের।