পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৪ ফেব্রুয়ারি: ভোজালির কোপ মেরে স্ত্রীর ধড় ও মুন্ডু আলাদা করে দিল স্বামী গৌতম গুচ্ছাইত। স্ত্রীর কাটা মুন্ডু নিয়ে গ্রামের মধ্যে ছুটে বেড়ালো অভিযুক্ত। পটাশপুরের চিস্তিপুর গ্রামের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
এক ঘন্টার চেষ্টায় অভিযুক্তকে কাটা মুন্ডু সহ গ্রেফতার করতে সক্ষম হয় পটাশপুর থানার পুলিশ। প্রতিবেশীদের দাবি মানসিক ভারসাম্যহীন থাকায় কয়েক বছর আগেও ওই যুবককের চিকিৎসা চলছিল।